Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে সাম্প্রতিক সময়ে মহিলাদের সচেতনা, অর্থনৈতিক কর্মকান্ড উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কার্যসূচী বাস্তবায়ন করে যাচ্ছে । প্রতি ৩ মাস অন্তর নারীদের বিভিন্ন ও সচেতনতা বিষয়ে উন্নত করার জন্য উঠান বৈঠক ‍করা হচ্ছে । নারী উদ্যোক্তা ও আত্ম কর্মসংস্থান ‍স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে নারীদের যেমন- সেলাই ও এমব্রয়ডারী, ‍কম্পিউটার প্রশিক্ষণ প্রদান ‍করা হচ্ছে । জেলার নারীদের জীবন যাত্রার উন্নতির জন্য আগের তুলনায় ক্ষুদ্রঋণ ও স্ব-কর্মসহায়ক ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে । নারীদের অনলাইনে ঋণের আবেদন করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে । দুঃস্ত ও অসহায় নারীদের আইনগত ‍সহায়তা প্রদান ‍করা হয় । সেবা সহজীকরন এর আওতায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ ভাতা প্রদান ‍করা হচ্ছে ।